বাংলায় লেখেন? পৃথিবীর সমস্ত প্রান্তে লেখা পৌঁছে দিতে চান? ইচ্ছে করে নানা দেশের লোক আপনার গল্প কবিতা উপন্যাস প্রবন্ধ পড়ুক?
সমস্যাটা হচ্ছে পৃথিবী কেন, ভারতবর্ষের সব কোণেই বই পৌঁছনো দুস্কর। বাংলা ভাষার বই তো দুই বাংলার বাইরে পাওয়াই যায়না, এক যদিনা অনলাইন কেনাকাটা হয়।
কিন্তু পাঠক সর্বত্র। আপনার বইয়ের পাঠক। কিন্তু তাঁরা বই পাবেন কী করে? সংগ্রহ করবেন কীভাবে? ই-কমার্স শুনতে সহজ হলেও দেশ বিদেশে নানা জায়গায় একটি একটি করে বই পাঠানো বিস্তর ঝামেলা। তাহলে উপায়?
আচ্ছা, পাঠক যদি সাবেকি বই-এর আকারে—মানে মলাটসহ বাঁধানো বই আর কি—ছাড়াও অন্য ভাবে আপনার লেখা পড়তে রাজি থাকেন? যেমন ফোনে বা আইপ্যাডে বা কম্পিউটরে? এখানেই স্ক্রোলস্ট্যাক আপনার কাজে লাগবে। গল্প কবিতা এমনকি উপন্যাস স্ক্রোলস্ট্যাকে প্রকাশ করে সবাইকে পড়াতে পারবেন। বিনামূল্যে পড়ানোর প্রয়োজন নেই, বইয়ের দাম নেবার বন্দোবস্তও আছে। দাম আপনিই ঠিক করবেন, টাকা প্রায় পুরোটা আপনিই পাবেন।
কেমন হবে ব্যাপারটা? দেখুন লেখক কুনাল বসু নিজের উপন্যাস তেজস্বিনী ও শবনম কীভাবে স্ক্রোলস্ট্যাকে প্রকাশ করেছেন।
এই দেখুন, যদি বিভূতিভূষণের পথের পাঁচালি স্ক্রোলস্ট্যাকে প্রকাশ করা হতো, কেমন লাগতো পড়তে।
শুধু পড়া কেন? পাঠককে শুনতেও বলতে পারেন। শ্রীজাতর কবিতাই ধরুন, শুনে অনেক বেশি আনন্দ।
চেষ্টা করে দেখুন না। নিজের বইয়ের নামে স্ক্রোলস্ট্যাকে ওয়েব ঠিকানা তৈরী করুন। বই প্ৰকাশ করুন। পৃথিবীর নানা প্রান্ত থেকে পড়ুক সবাই।
সাইন আপ করবেন? এখানেই শুরু করুন।
Write a comment ...